মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী : স্থানীয়রা জানান, গড়াই নদীর মাঝে চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা বালিয়াকান্দি থানা ও পার্শ্ববর্তী মাগুরার৷ শ্রীপুর থানাকে খবর দেন। পরে বালিয়াকান্দি থানার পুলিশ নৌপুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের গড়াই নদীর চর থেকে উৎপল বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নৌপুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত উৎপল বিশ্বাস উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উৎপল বিশ্বাস সমাধি নগর বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, উৎপল বিশ্বাসের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।