মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশব্যাপী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৫ পালিত হলো।
এরই ধারাবাহিকতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৫ পালিত হয়েছে। কর্মসূচির শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে নাগরপুর উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উক্ত পুষ্পস্তবক অর্পণে নাগরপুর উপজেলা প্রশাসন, নাগরপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা, নাগরপুর প্রেসক্লাব, নাগরপুর বাজার বণিক সমিতি, বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
পরবর্তীতে দিবসের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।
প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, কৃষি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম , নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, নাগরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অধ্যায়নরত ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।