রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আবারও ভয়াবহ আগুন লেগেছে।
স্থানীয়রা জানান সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ১ টার দিকে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্র পাত ঘটে পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
আগুনে এরইমধ্যে, সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ ১০ টি রিসোর্ট কটেজ ও ১৪টি দোকান পুড়ে গেছে বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করলেও আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন,
সংবাদ পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম রওনা হয়েছে। এদিকে স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভাতে প্রাণপন লড়ে যাচ্ছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণহীন ভাবে জ্বলছে।