ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে “রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালাব উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, দিনাজপুর নশিপুরের পাট গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিশাদ আব্দুল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, দিনাজপুরের পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক নজরুল ইসলাম ও উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র বর্মন।
উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
জাকির মোস্তাফিজ মিলু