বিজয় ধর, রাঙামাটি : গাছের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার লক্ষ্যে রাঙামাটিতে গাছ থেকে পেরেক অপসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের স্টেডিয়াম এলাকায় রাঙামাটি বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়া এবং অশেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সোহেল রানা। এছাড়া রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সদর রেঞ্জ অফিসার মো. মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদ ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সদর রেঞ্জ অফিসার মো: কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, “গাছে পেরেক ঠোকা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং রোগপ্রবণ করে তোলে। সকলের উচিৎ গাছের প্রতি আরও যত্নশীল হওয়া ও এ ধরনের ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা।”
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের কার্যক্রমকে আরো বিস্তৃত করার আহ্বান জানান। আমাকে একটি বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সচেতনামূলক এ কার্যক্রম রাঙামাটিতে মাসব্যাপী চলবে।