1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন জাতীয় পাট দিবস আজ আধুনিক পৃথিবীর অন্যতম আলোচিত একটি প্রজন্ম হলো জেনারেশন জেড বা সংক্ষেপে জেন-জি একটি গোষ্ঠী স্বৈরাচারী মনোভাব নিয়ে কথা বলছে : আমিনুল হক ইফতারের সময় যে আমল খুব জরুরি আশুলিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি; আ.লীগ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ ইসলামী ব্যাংকের ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল’-এর মোড়ক উন্মোচন দু’দল গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে গনপিটুনীর শিকার প্রেমিক ॥ খেলনা পিস্তলসহ উদ্ধার করলো পুলিশ আইবিসিএফ টাস্ক কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম দেবিদ্বারে শুভপুর মানবসেবা ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

আশুলিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি; আ.লীগ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় চাদাঁবাজির বিষয়ে বক্তব্য চাওয়ায় সাব্বির আহম্মেদ নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) এই ঘটনায় ঢাকার আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক সাব্বির আহম্মেদ বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত মার্চ মাসের ৩ তারিখে আল আমিন খান নামের এক শ্রমিকনেতা চাদাঁবাজ মিজানুর রহমানের নামে আশুলিয়া থানায় ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা এবং চাঁদা না দিলে তাকে প্রান নাশের হুমকি প্রদান করার বিষয় নিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এই বিষয়ে সংবাদ প্রকাশের জন্য ভূক্তভোগী আল আমিন সাংবাদিক সাব্বিরের নিকট অভিযোগ এবং ভিডিও বক্তব্য প্রদান করে। এরই প্রেক্ষিতে সাংবাদিক সাব্বির বিবাদী মিজানের মুঠোফোনে চাদাঁবাজির বিষয়ে তার বক্তব্যর জন্য ফোন করলে সন্ত্রাসী মিজান অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং তার চাঁদাবাজির বিষয়ে কোন অনুসন্ধান করলে অথবা সংবাদ প্রকাশ করলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে।

খোঁজ নিয়ে জানা যায়,
আওয়ামী লীগের দালাল রাশেদ খান মেননের এজেন্ট হিসেবে সে সাভার-আশুলিয়ায় কাজ করে।আওয়ামী লীগের দালাল শ্রমিক নেতা মিজান আশুলিয়ার শ্রমিক অসন্তোষের সাথে জড়িত। বিভিন্ন ফ্যাক্টরি থেকে শ্রমিকদের টাকা আত্মসাৎ করাই তার প্রধান কাজ। কিছুদিন আগেই বার্ডস গ্রুপের শ্রমিকদের প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে শ্রমিকদের রাস্তায় নামিয়ে শিল্পাঞ্চল আশুলিয়াকে প্রায় অচল করে পালিয়ে যায়। একটু স্বাভাবিক হতেই আবারও বেপরোয়া হয়ে উঠেছে এই মিজান। তার কাছে অভিযোগ করে অনেক নারী শ্রমিক লাঞ্চিতসহ ধর্ষণ চেষ্টারও শিকার হয়েছে। লোক লজ্জার ভয়ে মুখ খোলেনি অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক নেতা জানান, কিছুদিন আগে বার্ডস গ্রুপের কারখানার শ্রমিকদের টাকা আত্মসাৎ করে এই চক্রটি তাদের মধ্যে সেই টাকা ভাগাভাগি নিয়েই এই অভিযোগ বা ঝামেলার সৃস্টি হয়েছে। কারন সামাজিক যোগাযোগ মাধ্যমেও কারখানা থেকে টাকা আত্মসাৎ এর রিসিট ভাইরাল হওয়ার পর তারা ঘাঢাকা দেয়। এছাড়াও এই চক্রটি বিভিন্ন সময়ে শ্রমিকদের উস্কানি দিয়ে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে থাকে। তাদের দ্রত আইনের আওতায় না আনা হলে শিল্পাঞ্চলের বড় ধরনের ক্ষতি হতে পারে।

এদিকে বিষয়টি নিয়ে সাভার-আশুলিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । সেই সাথে এই সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শ্রমিক নেতার সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com