ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এস এম রিয়াজ মাহমুদ মিঠুর মা রোকেয়া বেগম (৯২) বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ২টা ৩০ মিনিটের সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তিনি ভান্ডারিয়া উপজেলা সদরের লক্ষীপুরা গ্রামের বাসিন্দা ছিলেন। চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নিজ বাড়ীর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবরিক কবরস্থানে তার লাঁশ দাফন করা হয়েছে। ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলনসহ সকল সাংবাদিকবৃন্দ শোকাত পরিবারের প্রতি সমবেদন জানান ।