ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, আমরা বিশ্বাস করি অন্তরবর্তীকালীন সরকার জনগনের ক্ষমতা জনগনের হাতে দিবে। জনগণও তাই বিশ্বাস করে জনগণের ক্ষমতা জনগনের হাতেই আসবে। তারা নির্বাচন নিয়ে নয় ছয় করবে না।
যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তারা মূলত বিশৃঙ্খলা করতে চায়। তাদের দল হয়তো গোছানো নয়। হয়তো এদের দলে জনসমর্থন নাই তারা ভাবছে তাদের জনসমর্থন নিতে গেলে বিএনপিকে পঁচাতে হবে। শনিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর অডিটরিয়ামে ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র কর্মী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনির হোসেন আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নুরুল ইমান বাবুল প্রমুখ।
প্রসঙ্গত, ভান্ডারিয়া উপজেলায় প্রায় দুই দশক পড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।