প্রতিবেদক:এইচ এম গোলাম কিবরিয়া রাকিব : কুমিল্লাস্থ নাঙ্গলকোট ফোরামের উদ্যোগে আজ ১১ মার্চ মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা টাউনহল মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি কাজী নজির আহমদ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য কাজী দ্বীন মোহাম্সদ। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ নাঙ্গলকোট ফোরামের সভাপতি ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন।
কুমিল্লাস্থ নাঙ্গলকোট ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী এডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ইছরাঈল মজুমদার, নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা আমীর হারুনুর রশিদ, শিবির নেতা সেলিম উদ্দিন ভূঁইয়া, ফোরামের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মাঈনুল হক মজুমদার বাবলু সহ অনেকে।
শুরুতে পবিত্র কোরআন মজীদ থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ মাওলানা কামাল হোসেন সাহেদী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,কুমিল্লাস্থ নাঙ্গলকোট ফোরামের সহ-সভাপতি ডা: সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী
শাহাদাৎ ইবনে সালেহ, নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের সেক্রেটারী এডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারী জোবায়ের উদ্দিন খন্দকার, লক্ষণপুর ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাতেন মজুমদার, এডভেকেট মোহাম্মদ ইয়াছিন তালুকদার, ফোরামের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদ উল্লাহ মজুমদার, অফিস ও অর্থ সম্পাদক প্রভাষক মাওলানা ইব্রাহীম মুসাফির, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, আপ্যায়ন সম্পাদক নুরুল আমিন আজাদ, ছাত্রনেতা মেহেদী হাসান মামুন, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শহীদুল ইসলাম, এসআই মামুন সরকার, সাংবাদিক জয়নাল আবেদীন, আবু নোমান সহ অনেকে।