ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে ৫ ‘শূণ্য’ প্লাস (শূণ্য ক্ষুধা, অপুষ্টি, শিশু শ্রম, শিশু বিবাহ, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া ও প্লাস্টিক ব্যবহার) বিষয়ক কার্যক্রমের আজ শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের ডেপুটি পরিচালক রাজু উইলিয়াম রোজারিও-এর সভাপতিত্বে এবিষয়ক তথ্য সম্বলিত দেয়াল লিখন ও চিত্রাঙ্কন কার্যক্রমের ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, অন্যান্যদের মধ্যে ছিলেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন, ইয়োং প্রফেসনাল সিনথিয়া কস্তা, তাসনিম সুলতানা, গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি, ধর্মীয় নেতা, শিশু ও যুব ফোরাম নেতৃবৃন্দ ও সহায়তাকারীবৃন্দ। ফলক উন্মোচন অনুষ্ঠানের পর সকলে মিলে ভান্ডারিয়া শিশু পার্ক চত্বর পরিস্কার-পরিচ্ছন্নতা অফিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য যে ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ভান্ডারিয়া শিশু পার্কের জীর্ন দেয়ালকে মনোমুগ্ধকর ছবি ও অর্থপূর্ণ তথ্য সম্বলিত করার পাশাপাশি পার্কের ভিতর দু’টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।