রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বরকল উপজেলায় বিশেষ অভিযানে তাজা গোলা ও ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে ৪৫ বিজিবি জোন।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বরকল ৪৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়াসিন হোসেন জানান, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি বজায় রাখতে বিজিবি সবসময় তৎপর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপবান পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১১ রাউন্ড তাজা গুলি ও ১২ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। তিনি জানান, বৃহস্পতিবার ওই এলাকায় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। জননিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়।
অভিযানে বিজিবি সদস্যদের পাশাপাশি ৭ আনসার ব্যাটালিয়নের সদস্যরাও অংশ নেন। সুবলং আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে আনসারের একটি দল অভিযানে সহযোগিতা করে।
সহকারী পরিচালক মো. ইয়াসিন হোসেন আরও বলেন, “দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে বিজিবি সীমান্ত সুরক্ষা ও পাহাড়ে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে। যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।