নিজস্ব প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস টাঙ্গাইলের কালিহাতী থেকে,, ৩২ প্রহরব্যাপী এই মহানাম যজ্ঞে দেশের দূরদূরান্ত থেকে কীর্তনীয়ার দল এসে কীর্তন পরিবেশন করছেন,। কৃষ্ণ মুরারী
সম্প্রদায় নড়াইল, রাধা কৃষ্ণ সম্প্রদায় ধন বাড়ি, উল্লেখযোগ্য।কেন্দ্রের জয় কালী বাড়ির মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু বলেন হাজার হাজার ভক্ত এই মহানাম যজ্ঞে অংশগ্রহণ করছেন। সকাল আটটা থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত সকল ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে। কালী বাড়ির সাধারণ সম্পাদক মানিক শাহ চৌধুরী বলেন আমাদের নতুন কমিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি খুব আনন্দিত।