জাকির মোস্তাফিজ মিলু , ঠাকুরগাঁও : ‘আমার ঠাকুরগাঁও, আমার অহংকার, আমার দায়িত্ব, রাখবো পরিস্কার’ এই স্লোগানকে সামনে রেখে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও পরিচ্ছন্ন ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে শুরু করে নরেশ চৌহান রোডের দুই পাশে থাকা পলিথিন সহ নানা আবর্জনা পরিষ্কার করেন তারা। সেই সাথে ঝাড়– দিয়ে পরিস্কার করা হয় রাস্তাগুলো। রমজানের পবিত্রতা রক্ষায় পরিচ্ছন্নতার এ অভিযানে যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান করা হয় এবং পরিচ্ছন্ন ঠাকুরগাঁও শহর গড়তে হাতে মাইক নিয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।
জাকির মোস্তাফিজ মিলু