মোঃ শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : গত ১৬ বছর যাবত জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে আসছি যার রেজাল্ট গত বছর ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। বর্তমানে যে সরকার আছে তাদের উচিত জনগণের অধিকার ফিরিয়ে দেয়া, জনগণের প্রধান অধিকার বলতে আমরা বুঝি ভোটের অধিকার। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
হাসিনার পতন থেকে আমাদের সকলের শিক্ষা নেয়া উচিত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউই জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতায় থাকতে পারেনি।
সোমবার (১৭ মার্চ) বিকাল চারটায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবন, কাকরাইলে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে- ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মিয়া মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।
সঞ্চালনায় ছিলেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক এনামুল হক (সফর) তালুকদার।
ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সম্পাদক ভিপি মোঃ শাহাবুদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সওয়ত চৌধুরী পিটার, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন, আনোয়ার হোসেন আনন্দ, মাহবুবুর রহমান, মাসুদ করিম বিপ্লব প্রমূখ।