মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী : মঙ্গলবার(১৮ মার্চ)রাতে উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ এর শহীদ মিনারে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন,মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান।
খিদিরপুর ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নাজিম উদ্দীন জানান,রাতের আঁধারে সম্ভবত তারাবীহ্ নামাজ চলাকালে দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে কলেজ চত্বরে প্রতিষ্ঠিত শহীদ মিনার ভাংচুর করে,তা ছাড়াও দুর্বৃত্তরা কলেজ চত্বরের একটি সিকিউরিটি লাইট ভাংচুর করে,তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে,তা আমার জানা নেই,যে বা যাহারা-ই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
এ সময় মনোহরদী থানার এস.আই শহীদুজ্জামান ও সঙ্গীয় পুলিশ ফোর্স,খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক আহাদুল করীম সরকার,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক মো.এমরুল ইসলাম,খিদিরপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।