বঙ্গনিউজবিডি ডেস্ক: কঠোর লকডাউন চলছে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়েতে। মহাসড়কের আশুগঞ্জ, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, চান্দুরাসহ বিভিন্ন স্থানে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশে নতুন করে যে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে তা কার্যকর করতে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতা।
গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কঠোর লকডাউন ভঙ্গ করায় ২০ সিএনজি চালিত অটোরিকশা ও ১টি ব্যাট্যারি চালিত বিভারটেক আটক করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। তাদের মধ্যে ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জন্য মাঠে রয়েছে পুলিশ, র্যা ব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। বিশেষ করে সরাইল উপজেলা কুট্টাপাড়া গুরুত্বপূর্ণ প্রবেশ পথে টহল আরও জোরদার করা হয়েছে। শুধু জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কোনো যাত্রী বা অন্য কোনো গাড়ি এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লক ডাউন ভঙ্গ করে মহাসড়কের গাড়ি চালানোর অভিযোগে ২১টি গাড়ি আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। নিষ্পত্তি করা হয়েছে ১৩টি গাড়ির।