বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেটে করোনায় একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু সংখ্যা সিলেটের অতীতের সকল রেকর্ডকে ভঙ্গ করেছে। একই দিনে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে- মৃতদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা হচ্ছেন ১০ জন। এছাড়া- ৩ জন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
সিলেটে এখন পর্যন্ত করোনায় ৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫০১ জন, সুনামগঞ্জের ৪৭ জন, হবিগঞ্জের ২৯ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৫৩ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২০৮ জন, সিলেট ওসমানী হাসপাতালের ৪১ জন, সুনামগঞ্জ জেলার ১০৭ জন, হবিগঞ্জ জেলার ১৪৬ জন ও মৌলভীবাজার জেলার ৬২ জন।