বঙ্গনিউজবিডি ডেস্ক : ত্রিপুরা পল্লীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের পল্লীকে আমূল বদলে দিয়ে ‘জনপ্রশাসন পদক ২০২০’ পেয়েছে হাটহাজারী ইউএনও কার্যালয়।
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দুর্গম পাহাড়ের পাদদেশে মনাই ত্রিপুরা পল্লীকে বদলে দেওয়ায় এ পদক দেওয়া হয়েছে। জেলাপর্যায়ে সাধারণ (প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পদকটি।
মঙ্গলবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। সেখানে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে জনপ্রশাসন পদক নেন হাটহাজারীর ইউএনও মো. শাহিদুল আলম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০২০ সালে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ছিলেন মোহাম্মদ রুহুল আমিন। মনাই ত্রিপুরাপাড়ায় ‘আমার জেলা আমার শহর’ মডেল উদ্যোগের বাস্তবায়ন হয়েছিল ইউএনও থাকাকালে। গত দুই সপ্তাহ আগে তিনি বদলি হয়ে চা বোর্ডের উপসচিব পদে যোগ দেন।
উদ্যোগটি বাস্তবায়নে ইউএনওকে সার্বিক সহযোগিতা করেন তৎকালীণ জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ সংশ্লিষ্টরা।