বঙ্গনিউজবিডি ডেস্ক: এবার টোকিও অলিম্পিকের আয়োজক দেশ জাপান। স্বর্ণপদক জয়ের দৌড়েও এগিয়ে তারা। আজ বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটি স্বর্ণপদক জিতেছে মোট ১১টি। ১০টি করে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র ও চীন।
তবে এ পর্যন্ত টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। ১০টি স্বর্ণপদকসহ তাদের জেতা মোট পদকের সংখ্যা ২৯টি। এরপরেই আছে চীন, ২৩টি। মোট ২০টি পদক জিতেছে স্বাগতিক জাপান।
৭টি স্বর্ণপদকসহ মোট ১৯টি পদক জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটি। ডোপ কেলেঙ্কারির কারণে রুশ খেলোয়াড়রা রাশিয়ান অলিম্পিক কমিটির ব্যানারে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন।
৬টি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক জিতেছে অস্ট্রেলিয়া। ৫টি স্বর্ণপদক জেতা যুক্তরাজ্যেরও মোট পদক সংখ্যা ১৫টি।