বঙ্গনিউজবিডি ডেস্ক : রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাঁকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপ-সচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশটি আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হলে তিনি আইআইইউসি’র উপাচার্যের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ সুদীর্ঘ পেশাজীবনে কৃতিত্ব ও সফলতার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একজন বরিষ্ঠ শিক্ষা প্রশাসক রূপে সমাদৃত ও তাঁর বহু গবেষণা কর্ম রয়েছে।