বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর শেরেবাংলায় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর মাত্র ৫ উইকেট শিকার করলেই অনন্য এই মাইলফলক স্পর্শ করবেন সাকিব। ক্রিকেট ইতিহাসে যা নেই আর কারও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আর মাত্র ৫ উইকেট শিকার করলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রান সংগ্রহের পাশাপাশি ১০০ উইকেট শিকারের নতুন মাইলফলক স্পর্শ করবেন সাকিব।
ইতোমধ্যে ৭৯ ম্যাচে সাকিবের রান ১ হাজার ৬০৪। আর বল হাতে শিকার করেছেন ৯৫ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারের দিক থেকে পঞ্চম স্থানে সাকিব।
এই সংস্করণের ১০৭ উইকেট নিয়ে সবার ওপরে শ্রীলংকার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। ৯৯ উইকেট নিয়ে দ্বিতীয় পজিশনে নিউজিল্যান্ডের টিম সাউদি। ৯৮ উইকেটে নিয়ে তৃতীয় পাকিস্তানের শহীদ আফ্রিদি। ৯৫ উইকেট নিয়ে রশিদ খানের সঙ্গে যৌথভাবে চার নম্বরে সাকিব।