বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ২০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৮ ও ৩০ জুলাই ১৭ জন করে মারা গিয়েছিলেন। এই দু’দিন সিলেট জেলায় ১৪ জন করে মারা গিয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পথে সিলেট জেলায় রেকর্ড সর্বোচ্চ ১৬ জন করোনায় মারা গেছেন। এদিন সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সবমিলিয়ে ৭১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে শনাক্তের হার ৩৭ দশমিক ৪৩ শতাংশ। তবে মৌলভীবাজারে শনাক্তের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া সিলেট জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ৯ শতাংশ, হবিগঞ্জে ৩৫ দশমিক ৮৫ শতাংশ ও সুনামগঞ্জে ২৭ দশমিক ৯৫ শতাংশ।
নতুন করে সিলেটে ৪১৬ জন, সুনামগঞ্জে ৯৭ জন, হবিগঞ্জে ৩৮ জন ও মৌলভীবাজারে ১২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জন রোগীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে।
বুধবার সকাল ৮টা পর্যন্ত ওসমানী হাসপাতালের কোভিড ইউনিটে ৩০৪ জন রোগী ভর্তি আছেন; যার মধ্যে ৮ জন আইসিইউতে চিকিৎসাধীন। এই হাসপাতালে ১৫২ জন করোনার উপসর্গ নিয়ে ও ১৪৪ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে বিভাগের চার জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৪৬৭ জন করোনা আক্রান্ত ভর্তি আছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজারে ৩০ জন হাসপাতালে ভর্তি আছেন।
এখন পর্যন্ত পুরো বিভাগে ৪২ হাজার ৭৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; যার মধ্যে ৩১ হাজার ৯৭৩ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৩ জন।