বঙ্গনিউজবিডি ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রয়াত সম্রাট ইকবাল হোসেনের ২য় শাহাদাৎ বার্ষীকিতে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলার কেয়াইন বাইতুল আমান জামে মসজিদে আসরের নামাজের পরে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাসুম বিল্লাহ কাসেমী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, বিশেষ অতিথি সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার জাহিদুল কবির, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি তারিক কাশেম খান মুকুল, সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন সুমন, সম্পাদক আফাজ উদ্দিন ভূঁইয়া, প্রচার সম্পাদক আল আমিন খান, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক প্রিন্স নাদিম, সহ-সম্পাদক জহির খান, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিমেল মল্লিক প্রমুখ।