বঙ্গনিউজবিডি ডেস্ক: সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত করোনা উপসর্গ জ্বর, সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জন আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদরের হাড়দ্দহ গ্রামের ছফুরা বেগম (৪১), সুলতানপুর গ্রামের বিমলা দত্ত
(৬০), নলতা গ্রামের হাবিবুর রহমান (৫০), কলারোয়া উপজেলার হিজলদি এলাকর ইমানুর রহমান (৩৬), গদখালি গ্রামের রাশিদা বেগম (৬০) কালিগঞ্জ উপজেলার মাসুদ বিল্লাহ (৪০), বাজাগর গ্রামের শেখ আব্দুল হামিদ (৫০) ও দেবহাটা
উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুর রহিম (৮৪)। বর্তমানে করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭৭ জন।
এদের মধ্যে ১৯ জনের শরীরে করোনা পজেটিভ। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন। আর ভর্তি হয়েছেন ২৪ জন।