বঙ্গনিউজবিডি ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। সব ফরম্যাটের ক্রিকেটে গত জুলাইয়ের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মাস সেরা খেলোয়াড়ের এই মনোনয়ন পেলেন বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিব ছাড়াও মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। জুলাইয়ের মনোনয়ন পাওয়া তিনজনই অলরাউন্ডার।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হলেন সাকিব।
জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের ক্রিকেটে ব্যাট-ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলেন তিনি। সিরিজের একমাত্র টেস্টে পাঁচ উইকেট নেন সাকিব। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও পাঁচ উইকেট নেন তিনি। মোট ৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারির নেতৃত্ব দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এ ছাড়া ব্যাট হাতে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জেতান সাকিব।