বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর নাজুক পরিস্থিতিতে দেশ ভয়ঙ্কর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তারা এ আশঙ্কার কথা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রতিদিন করোনা রোগী বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অক্সিজেন চাহিদা, বিভিন্ন রকম ওষুধের চাহিদা। দলের নেতাকর্মীরা সারাদেশে শহর থেকে শুরু করে গ্রাম-গ্রামান্তরে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বলেন, করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার আগেই আমরা বলেছিলাম বর্ডার সিলগালা করে দেন, সরকার তা করেনি। যার ফলে করোনা ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে।
টুকু বলেন, সরকারের অযোগ্যতা ও অপরিপক্বতার কারণে করোনা সারাদেশে ছড়িয়ে পড়েছে। সারাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। মানুষ করোনার সঙ্গে যুদ্ধ করে চলছে। আমাদের লড়াই করতে হবে, লড়াই করে কাজ করতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। …বাংলাদেশ ভয়ঙ্কর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে। আর সরকার লকডাউন দিচ্ছে আর নিজেদের প্রয়োজনে খুলছে।
তিনি বলেন, সরকার গণটিকার নামে গণ হয়রানি করছে। টিকা কেন্দ্রেই স্বাস্থ্যবিধি নেই। মানুষ বাঁচার জন্য টিকা নিতে গিয়ে আরও বেশি আক্রান্ত হচ্ছে। যেখানে একটি কেন্দ্রে তিনশ থেকে সাড়ে তিনশ লোক টিকা নিতে পারে, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, করোনাকালীন সময়ে সরকারের অদক্ষতার কারণে ৮০ ভাগ লোক গরিব হয়েছে। মানুষের মাঝে হাহাকার। সরকার মানুষের অভাব উত্তরণের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না।
কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও গাজীপুর জেলা বিএনপির সদস্য রাশেদুল হকে সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ, শহিদুল ইসলাম বাবুল, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান।
এছাড়াও গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।