বঙ্গনিউজবিডি, তানোর উপজেলা প্রতিনিধি : রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।
এরপর উপজেলা চত্বরে বৃক্ষরোপনকরা হয়। পরে উপজেলা হলরুমে ১৫ আগস্টের তাৎপর্য নিয়ে বিস্তর আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সকলকে বিচারের দাবি জানান বক্তারা। উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব, তানোর সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান শেলী, উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনুক’ল চন্দ্র ঘোষ, তানোর পৌরসভা টিবিএম কলেজ অধ্যক্ষ অসীম কুমার সরকার, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাদিকুজ্জামান।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল কবিতা আবৃত্তি, গান ও ৭মার্চের ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে তানোর যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ঋণ বিতরণ ও তানোর পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শেষে বঙ্গবন্ধুর মুর্যাল চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।