বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্সবাজার শহরের মহাজের পাড়ার নিজ বাড়ি থেকে ওসমান নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
জানা যায়, বুধবার রাত ১১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে নিজ বাড়ির ছাদে আড্ডা দিয়েছিলেন ওসমান। পরে রাত গভীর হলে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে ওসমানের ভাগিনা মিনহাজ স্কুলে যাওয়ার সময় দেখে তার মামার ঘরে লাইট জ্বলছে। তখন সে লাইট বন্ধ করতে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় ওসমানের লাশ বিছানায় পড়ে আছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসমানের ভাগিনা মিনহাজ জানায়, সকালে আমি স্কুলে যাওয়ার সময় দেখি মামার ঘরে লাইট জ্বলছে। তখন লাইট বন্ধ করতে গিয়ে দেখি মামার গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে। রাতে সুন্দর এবং ইউসুফসহ আরো কয়েকজনের সঙ্গে ছাদে আড্ডা দিয়েছিলেন মামা। হয়তো তাদের মধ্যে কেউ মামাকে হত্যা করেছে।
ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
চট্টগ্রাম মেডিকেলে অসুস্থ বাবাকে ভর্তি করে বাড়ি ফেরার পথে অটো উল্টে নিহত হয়েছেন ছেলে ইসহাক।
বুধবার রাত ১০টার দিকে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৩৫ বছরের ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউপির ৩ নম্বর ওয়ার্ড মধ্য বেতাগী গ্রামের মতিউর রহমানের ছেলে।
বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, বেতাগী গ্রামের বৃদ্ধ মতিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ বুধবার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাবাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন ছেলে ইসহাক। পরে ছোট ভাইকে বাবার সঙ্গে হাসপাতালে রেখে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি।
পথে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়৷ এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।