1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

পাঁচ বছর প্রেমের পর বিয়ে, পাত্র দেখে সবাই বিস্ময়!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক বা দুই বছরের নয়, পাঁচ বছরের প্রেম করছেন এই নারী। এরপর সেই প্রেমের পূর্ণতা দিতে ধুমধাম করে বিয়েটাও করে নেন তারা। আর সেই বিয়ের আয়োজনে কোনো কমতি ছিল না। তবে বিপত্তি বাঁধে পাত্রকে দেখেন। কারণ পাত্র কোনো মানুষ নয়, ছিল বিড়াল। কথাটা শুনতে অদ্ভূত লাগলেও এমনটাই ঘটেছে।

জানা যায়, ৪৯ বছরের এক নারী এমন অদ্ভুত কাজ করেছে। নাম তার ডোবোরা হোজ। যিনি গত বছর পোষ্য বিড়ালটিকে বিয়ে করেন ৷ তারপরে তিনি নতুন বাড়িতে যান। সেখানে তার পোষ্য বিড়াল জামালকে ছাড়তে বাধ্য হিয়েছিলেন ৷ তারপরেই নারী এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে বাড়ির মালিকের একটি কথাও তার সামনে আসেনি ৷

এই পাঁচ বছরের বিড়ালের নাম মোগি। যাকে পাঁচ বছর আগে দক্ষিণ-পূর্ব লন্ডনের এক পার্কে পান তিনি। পুশুপ্রেমী মানুষটি এই বিয়ের অনুষ্ঠানে পাদরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং বিয়ের সব রীতিনীতি অতি সহজেই মন দিয়ে মেনেছিলেন ৷

বিয়ের পোশাকের সঙ্গে স্মার্ট টক্সিডো পরেন। অন্য দিকে এই বিশেষ দিনে বিড়ালটিকে টাই ও টুপি পরান ৷ ডোবোরা জানান, তার কিছু পাওয়ারও নেই, কিছু হারানোরও নেই ৷ সেই কারণেই বিড়ালকে বিয়ে করে ফেলেছেন ৷ তিনি আরো বলেন, যে তিনি মোগিকে ছাড়া বাঁচতে পারবেন না ৷

তিনি জানিয়েছেন, এই বিড়াল তার জীবনে সন্তানের পরেই সব থেকে বেশি জরুরি ৷ নারী আরো জানিয়েছেন বিয়ের আসরে বিশেষ বন্ধুদের তিনি আমন্ত্রণ জানান, যারা বিয়ের আসরে উপস্থিত ছিলেন দেখে হয়রান হয়ে যান, যে বিড়ালকে বিয়ে করছেন নারী ৷ ডোবোরা জানিয়েছিলেন এর আগের সম্পত্তিতে বাড়ির মালিক তার দুই পোষ্যকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ৷

তারপরে তিনি নতুন বাড়িতে গিয়ে সেখানে তার পোষ্য বিড়াল জামালকে ছাড়তে বাধ্য হয়েছিলেন৷ তারপরেই নারী এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে বাড়ির মালিকের একটি কথাও তার সামনে আসেনি৷ ডোবোরা তার বাড়ির মালিককের থেকে আর একটি বিড়াল রাখার অনুমতি নিয়েছিলেন ৷

এরপরেই মোগি ২০১৭ সালে তার ও তার দুই সন্তানের পরিবারের অংশ বিশেষে পরিণত হয় ৷ নব দম্পতিকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবেনা এমনই বিশ্বাস ডোবোরার।সূত্র: দ্য সান

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com