আসলাম ইকবালঃ সীমান্তবর্তী একটি গ্রাম বাংলার প্রেমের গল্পের পটভূমিকায় নির্মিত ও ৯০ দশকের গ্রাম্য প্রেমের নিটোল প্রেম কাহিনীর ছবি ‘ইতিচিত্রা’। এখন দেশের সিনেপ্লেক্স গুলিতে চলছে। ১৯ শে অক্টোবর শুক্রবার ছবিটি শুভ মুক্তি পেয়েছে। ‘মুজিব সিনেমা মুক্তিতে হলের সল্পতা, সে কারনে স্টার সিনেপ্লেক্সে, যমুনা ব্লক বাস্টারস, লায়ন সিনেমাস সহ ছবিটি চলছে। গল্প কাহিনী ও পরিচালক রাইসুল ইসলাম অনিক। ছবিটির প্রযোজনায় সামসুল আলম। এতে নবাগত শিল্পীরা অভিনয় করেছেন। অভিনয়ে রাকিব ইভান, জান্নাতুল রিতু, নরেশ ভূইয়া, শেখ স্বপ্না, শাহিন মৃধা প্রমূখ। ছবির ও নবাগত শিল্পীদের সাফল্য কামনা করছি। ছবিটির পরিবেশনায়: টাইগার মিডিয়া। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।