1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ষা চেঙ্গাইক্ষেত্র ৮ প্রহরব্যাপি শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠান মাগুরায় শিশু ধর্ষণ : মধ্যরাতে শুনানি, চার আসামি রিমান্ডে অন্তবর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থ- আমিনুল হক গত ১৫ বছর গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে বিএনপি ১৪৪ ধারা জারি করে ইফতার মাহফিল করতে দেয় নাই কুলাঙ্গা দরবেশ নাগরপুরে বিভিন্ন পেশাজীবিদের সাথে ইফতার করলেন জামায়াত নেতা ডা.হামিদ বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ ও মানববন্ধন বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা নাগরপুরে সৌখিন চাষি সূর্যমুখী কুসুম চাষে সফল শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাংলাদেশের বাজারে ‘ট্রেন্ডসেটার’ হিসেবে এলো ‘ডুয়েল সার্টিফাইড’ ও ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে দীর্ঘস্থায়ী ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করেছে। অপোভক্তদের জন্য আনন্দের খবর হচ্ছে- ‘প্রোডাক্ট অ্যাম্বাসেডর’ হিসেবে এই ডিভাইসের সঙ্গে রয়েছেন- ‘অলরাউন্ডার’ মেহেদী হাসান মিরাজ।
‘অপো এ৫ প্রো’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশন এর পাশাপাশি বুয়েট এর ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’-এ সফলতা দেখিয়েছে। এই স্মার্টফোনে আছে- ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ রেটিংস- যা কি না পানি ও ধূলা থেকে মোবাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এছাড়া ডিভাইসটির ফাইবার গ্লাস লেদার ডিজাইন যেমন দেখতে দৃষ্টিনন্দন, তেমনি এটি যেকোনো প্রতিকূল পরিবেশ, যেমন- পানি, উচ্চ-চাপ এবং ধুলাবালি থেকে স্মার্টফোনকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়।
ফ্ল্যাগশিপ-লেভেল ওয়াটারপ্রুফিং এবং মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স
স্মার্টফোনের টেকসইতা বা স্থায়িত্বে ‘অপো এ৫ প্রো’ নতুন মানদণ্ড দাঁড় করিয়েছে। এই মোবাইলে আছে, ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ এর তিন লেয়ারের নিরাপত্তা, যা কি না- ডিভাইসে পানি প্রবেশ, ধুলো জমা হওয়া এবং ‘হাই প্রেশার স্প্রে’ এর মতো প্রতিকূল পরিস্থিতিতে ফোনকে নিরাপত্তা স্মার্টফোনের ডুয়েল-লেয়ার সিলিং সিস্টেম মোবাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সুরক্ষা দেয়; পাশাপাশি মাইক্রোপোরাস ‘পেট সল্যুশন’ পানি থেকে মাইক্রোফোনকে নিরাপদ রাখে।
‘অপো এ৫ প্রো’তে আরো রয়েছে- মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স। এটি ১৪টি মিলিটারি-স্ট্যান্ডার্ড টেস্টে সফল হয়েছে অর্থ্যাৎ বৈরি পরিবেশেও স্মার্টফোনটি খাপ-খাইয়ে নিতে পারে। অধিকন্তু এই ফোনে রয়েছে ডাবল-টেম্পার্ড গ্লাস, যা কি না ১৬০ শতাংশ বেশি ড্রপ প্রটেকশন দিয়ে থাকে।
এআই প্রযুক্তি সম্বলিত ফটোগ্রাফি এবং অধিকতর উন্নত প্রযুক্তির ক্যামেরা সিস্টেম
‘অপো এ৫ প্রো’ টেকসই ডিজাইনের পাশাপাশি ফটোগ্রাফির জন্য একটি আদর্শ ডিভাইস। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এআই ফিচার সমূহ। যা কি না যা ছবির গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখে। ‘অপো এ৫ প্রো’-তে আরো রয়েছে, ৫০ মেগাপিক্সেল সক্ষমতার আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ সবগুলো ক্যামেরা গ্রাহকদের স্বচ্ছ, নিখুঁত, অকৃত্রিম ছবি তুলতে সাহায্য করে। এছাড়া- ডিভাইসটিতে ইন-বিল্ট ইমেজ অ্যালগরিদম ও পোর্ট্রেট মোড রয়েছে; এবং ‘এআই পোট্রেট’ ডিটেইলড ও ব্যালেন্সড ছবি উপহার দেয়। ‘অপো এ৫ প্রো’ আন্ডারওয়াটার ফটোগাফিও সাপোর্ট করে- ফলে ফটোগ্রাফিপ্রেমীরা যা পানির নিচে প্রাণবন্ত ও স্পষ্ট ছবি তুলতে পারবেন।
ঘরের বাইরে স্মার্টফোনটির ব্যবহার- ‘আউটডোর মোড’
‘অপো এ৫ প্রো’ ঘরের বাইরে পেশাজীবীদের কথা ভেবে বিশেষভাবে ডিজাইন করা। এই ডিভাইসের ‘আউটডোর মোড’ দ্রুত নেটওয়ার্ক এক্সেসের জন্য নেটওয়ার্ক সেটিংস অপটিমাইজ করে এবং জরুরি কাজের অ্যাপগুলোর জন্য বাড়তি জায়গা বরাদ্দ করে এবং স্ক্রিন টাইমআউট বৃদ্ধি করে। এছাড়া স্মার্টফোনটির ইন্টারফেস ওয়াটারপ্রুফ গ্লাভস সহ বিভিন্ন গ্লাবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে প্রতিকূল পরিবেশে নির্বিঘ্নে মোবাইলটি ব্যবহার করা যায়।
দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতা
এই স্মার্টফোন রয়েছে- ৪৫ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সমন্বয়ে ৫,৮০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ফলে মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়। আগের মডেলের তুলনায় ১০% বেশি ব্যাটারি সক্ষমতা থাকায় এটি ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক নিশ্চিত করে।
‘অপো এ৫ প্রো’-তে আরো রয়েছে ৮ জিবি র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজ সক্ষমতা। অপোর র্যা ম এক্সপ্যানশন ফিচারের সমন্বয়ে এই শক্তিশালী সেটআপ র্যা মের দ্বিগুণ পারফরম্যান্স ও নির্বিঘ্ন মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এছাড়া- অপোর ট্রিনিটি ইঞ্জিন ব্যবহার করা ‘কালারওএস ১৫ লাইট’ সিস্টেমের স্ট্যাবেলিটি বা দৃঢ়তায় ভূমিকা রাখে।
প্রি-অর্ডার অফার এবং মূল্য
‘অপো এ৫ প্রো’ (৮জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এটির প্রি-অর্ডার মূল্য ২৩,৯৯০ টাকা। যেসব ক্রেতারা প্রি-অর্ডার করবেন তারা একটি পোর্টেবল মিনি স্পিকার এর সঙ্গে অপো সুপার শিল্ড কার্ড পাবেন, যেটি কি না ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ১ বছরের লিকুয়িড এবং দুর্ঘটনাজনিত ক্ষতি বিষয়ক নিরাপত্তা নিশ্চিত করবে।
এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমরা গ্রাহকদের কাছে অল-রাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। আমি মনে করি- ডিভাইসটি উন্নত প্রযুক্তি ও টেকসইতার সমন্বয়ে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের একটি নতুন মানদণ্ড দাঁড় করাতে সক্ষম।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com