সোহাগ আহম্মেদ : চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের ফুলকপি প্রতীক এর স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ২৯ ডিসেম্বর ২০২৩ খ্রি: শুক্রবার, দিনব্যপি কর্মসূচী পালনকালে সকালে নিজ বাসভবনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগতদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়, বাদ জুম্মা তাঁর এইচ এম ভবন অডিটরিয়ামে অস্বচ্ছল নারীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি পবিত্র আছর নামাজ আদায় করেন ১২ নং ওয়ার্ডের মসজিদ আল ইব্রাহীমে। আছর-এর নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। এরপর তিনি ১২নং সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপড়া, পিবিআই অফিস, হাজী কালামিয়া কন্ট্রাক্টর সড়ক, দুলহান ক্লাব এলাকা, আবদুল লতিফ রোড ও আবুল বিড়ি ফ্যাক্টরী মোড় এলাকায় গনসংযোগ এবং ৬টি পথ সভায় বক্তব্য দেন। সন্ধ্যার পর স¦তন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে আগত নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। মুসল্লিদের সাথে গনসংযোগে, পথসভায়, অস্বচ্ছল নারীদের সাথে বৈঠক এবং ১২নং ওয়ার্ডে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সকলকে ফুলকপি প্রতীকের পক্ষে ঘরে ঘরে প্রচারনা চালাবার পরামর্শ দেন। তিনি বলেন, আমি প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছি। নির্বাচনে প্রতিপক্ষের সাথে আমার বৈরিতা নেই। হিংসা-বিদ্বেষ-শত্রুতা, হানা-হানি সংঘাত প্রতিযোগিতার ভাষা নয়। ভোট যুদ্ধে আমি আমার কর্ম ও ভালবাসা দিয়ে জয়ী হতে চাই। আমার কাজ জনসেবা। আমার ব্রত মানবকল্যাণ, উন্নয়ন ও দেশের শান্তি। গণতন্ত্রের পরীক্ষা হবে ভোট কেন্দ্রে। ফুলকপি জয়ী হলে আমার নির্বাচনী এলাকাকে শান্তি ও সম্প্রীতির বন্ধনে আদর্শ ও মডেল এলাকায় পরিনত করবো। দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য আমার নির্বাচনী এলাকা হবে একটি অনুসরনীয় এলাকা। ২৯ ডিসেম্বরের দিনব্যপী কর্মসুচী সমূহে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করে মতামত ব্যক্ত করেন হাজী কায়সার আহমদ, নুরুল কবির চৌধুরী, আনছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা নুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জামাল মাস্টার, আমিনুল হক, এস. এম দিদারুল হক, জাহেদুল হক শিবলু, মোমিনুল হক, খোকন, রাসফান, মাহবুবুর রহমান, জাবেদ, মিজানুর রহমান, ফজলুল হক, মুজিবুল হক, আব্দুল মান্নান, নুর আজিম, ইলিয়াস, সজীব, মোহাম্মদ জাহেদ, সায়েদ প্রমুখ। মসজিদ আল ইব্রাহীমে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদুল আলম।