বঙ্গনিউজবিডি ডেস্ক : সুপারম্যান ও দ্য গোনিস’র মতো বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক রিচার্ড ডোনার আর নেই। ৯১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই হলিউড পরিচালক ও প্রযোজক।
ডোনার সোমবার মারা যান বলে দ্য ডেডলাইন’কে জানিয়েছেন তার স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক লরেন শুলার ডোনার।
১৯৭৬ সালের ‘দ্য ওমেন’ দিয়ে প্রথমবারের মতো আলোচনায় উঠে আসেন তিনি। এরপর ‘ফ্রি উইলি’ ও ‘দ্য লাস্ট বয়েস’ প্রযোজনা করেন ডোনার।
বিখ্যাত ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গের লেখা গল্প থেকে ‘দ্য গোনিস’ নির্মাণ করেছিলেন তিনি। বিভিন্ন জনরার কাজের জন্য প্রশংসিত ছিলেন ডোনার। এমন প্রশংসা স্বয়ং স্পিলবার্গের।
তার চলচ্চিত্রে বুদ্ধিমান অধ্যাপক, প্রিয় কোচ, নীরব প্রেরণাদায়ক, সবচেয়ে কাছের বন্ধু, কট্টর সহযোগী— এমন সব চরিত্রের সম্মিলন ছিল। ডোনারের মৃত্যুতে স্পিলভার্গ বলেন, ‘তার ভেতরটা শিশুসুলভ ছিল। সহৃদয়বান ছিলেন সব সময়। আমি বিশ্বাস করতে পারছি না তিনি চলে গেছেন। কিন্তু তার কুঁচকানো ও হৃদয়গ্রাসী হাসি সব সময় আমার সঙ্গে থাকবে।’
ডোনারের জন্ম নিউইয়র্কের ব্রঙ্কসে। ১৯৬০ দশকের দিকে টেলিভিশনে কাজ শুরু করেন তিনি। তার মধ্যে আছে নৃতত্ত্বভিত্তিক সিরিজ দ্য টোয়াইলাইট জোন ও স্পাই থ্রিলার দ্য ম্যান ফ্রম আঙ্কেল।
তবে ১৯৭০ দশকের মাঝের দিকে হলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করতে শুরু করেন তিনি। ১৯৭৮ সালে ডোনারের নির্মিত ও ক্রিস্টোফার রিভ অভিনীত ‘সুপারম্যান’কে বিবেচনা করা হয় আধুনিক যুগের প্রথম সুপারহিরো ছবি।
১৯৮৫ সালে দ্য গোনিস নির্মাণ ও প্রযোজনা করেন ডোনার। এই কমেডি ঘরানার এই সিনেমার গল্পে উঠে এসেছে, একদল শিশুর গুপ্তধন সন্ধান এবং সিনেমাটি পরে হয়ে ওঠে কাল্ট ক্ল্যাসিক। ডোনারের আরেক বিখ্যাত ফিল্ম সিরিজ— মেল গিবসন ও ড্যানি গ্লোভার অভিনীত ‘লিথ্যাল ওয়েপন’।
ডোনারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য লোক। তাদের মধ্যে আছেন মেল গিবসন ও শেন অস্টিনের মতো অভিনেতাও।