পিরোজপুর প্রতিনিধি : বিগত আওয়ামী দুঃশাসন আমলে অত্যাচারী ও দুর্নীতিবাজ ওএসডি অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং ভূমি দখল কাজে সহায়তাকারি পিরোজপুর সদর থানার সাবেক ওসি আবির মোহাম্মদের বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন করেছে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগন ।
বৃহস্পতিবার দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুর রহিম, ইফতেখার আহম্মেদ রনি, মোঃ হাফিজ উদ্দিন, রুস্তুম আলী, ইসমাইল হোসেন ও রফিকুল ইসলাম। এসময় ভুক্তভোগীরা বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের নিকট আত্মীয় হওয়ায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যরা পিরোজপুরে ভূমি দখল, সরকারি সম্পত্তি দখল, জনগনকে জিম্মি করে অর্থ আদায় সহ বিভিন্ন কাজে লিপ্ত ছিলো। বিগত আওয়ামী আমলে সকল নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে ভোট ডাকাতিতে সরাসরি অংশ গ্রহন করে অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন ।
এসময় তারা বলেন, ওএসডি হওয়া ডিআইজি মারুফ হোসেন পিরোজপুরের বাসিন্দা হওয়ায় তার নির্দেশে সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন সাধারন মানুষকে ভয়-ভিতী প্রদর্শনসহ বিভিন্ন মামলায় গ্রেফতারের আতঙ্ক দেখিয়ে ভুক্তভোগীদের যায়গা-জমি অন্যের দখলে নিতে বাধ্য করতেন। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার এসব দোসরদের বিচার দাবি করছি। পরে মানববন্ধন থেকে ভ ূক্তভোগীরা শ্লোগান দিতে দিতে ফিরে যান।