বিডিনিউজ২৪.কম রিপোর্ট : আজ ২৩ মার্চ ২০২২ ইং সকাল ১১.০০টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে ‘ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন’ এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান আতা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। টিসিবি’র ট্রাকের অপেক্ষায় গভীর রাত থেকে অপেক্ষা করতে থাকে অসহায় নিম্ন আয়ের সাধারণ জনগোষ্ঠী। দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ যৎসামান্য দ্রব্য কিনতে পারে বাকীরা খালি হাতে ফিরে যায়। অভিযোগ রয়েছে টিসিবি’র ট্রাকের দায়িত্বে ব্যক্তিরা গোপনে মালামাল খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছে। তাছাড়া সরকারি এই ব্যবস্থায় বিক্রিতব্য মালামালের মূল্যও অনেকের নাগালের বাইরে। তিনি বলেন, জাতীয় সংসদ এবং অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মতো তারাও সিন্ডিকেট সৃষ্টি করে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, যা অদূরভবিষ্যতে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তাঁর বক্তব্যে তিনি এই সিন্ডিকেটগুলো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সবাই শুধু তেলের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ তুলছে। তাঁরা বলেন কোন জিনিসের দাম কম? চাল ডাল তরতরকারি মসলা জাতীয় দ্রব্য সবকিছুর দাম আকাশচুম্বি। টিআইবি’র মতে বাংলাদেশে দ্রব্য মূল্য অন্য যে কোন দেশের তুলনায় তিনগুণ বেশি। টয়লেট্রিজ কোম্পানিগুলো রীতিমতো প্রতিযোগিতামূলক ভাবে তাদের প্রডাক্টসের দাম বাড়িয়ে দিচ্ছে। কোন কোন দ্রব্যের মূল্য প্রায় প্রতিমাসেই বাড়াচ্ছে, যা সাধারণ জনগনের প্রতি তাদের নির্মম পরিহাস ব্যতিত কিছুই নয়। এখন সময় এসেছে এই রক্তচোষাদের লাগাম টেনে ধরার। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সময় থাকতে সঠিক পদক্ষেপ না নেয় তাহলে একসময় তাদের পস্তাতে হবে।