বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিসের লক্ষণগুলো চিহ্নিত করে চিকিৎসা গ্রহণ করলে ভালো হতে পারে। লিভার সিরোসিসেরর দ্বিতীয় এবং তৃতীয় ধাপে মারাত্মক শারীরিক জটিলতা দেখা দেয়। এই লক্ষণগুলো দেখা দিলে প্রথমেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
****প্রাথমিক পর্যায়ে যেসব লক্ষণ প্রকাশ পায়-
১. শরীর দুর্বল হয়ে যায়
২. অল্পতেই ক্লান্তি আসে
৩. দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়ে
৪. পেটের ডান পাশে ব্যথা অনুভব হয়
৫. জ্বর জ্বর ভাব হয়
৬. ঘন ঘন পেট খারাপ হয়
**** মধ্যম পর্যায়ে যেসব লক্ষণ প্রকাশ পায়-
১. পায়ে-পেটে পানি চলে আসে
২. জন্ডিস হয় এবং রোগী জ্ঞানও হারাতে পারেন
৩. রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্ত যায়
***** মারাত্মক পর্যায়ে যেসব শারীরিক জটিলতা তৈরি হয়-
১. ফুসফুসে পানি জমে
২. কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়
৩. শরীরের যে কোনো স্থান থেকে অতিরিক্ত ও নিয়ন্ত্রণবিহীন রক্তপাত হয়
এমন লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।