বঙ্গনিউজবিডি ডেস্ক : বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ-এর নামে করার প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবিত নাম-‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’, যা সংক্ষেপে করা হয়েছে ‘আবেদ ইউনিভার্সিটি’।
আজ মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, এ বিষয়ে গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পর তার ওপর মতামত দিতে সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় ব্র্যাক ইউনিভার্সিটি। যেখানে বর্তমানে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন।