বঙ্গনিজবি ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩ টা ও স্থানীয় সময় রাত ৮ টায় শুরু হবে এই দুই দলের লড়াই। শক্তির বিচারে এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে সকারুরা। আর তাই এই ম্যাচ থেকে বাংলাদেশ দলের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন করা।
বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানান, মেলবোর্নের আবহাওয়া বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ফুটবলারদের জন্য। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের কৌশল সম্পর্কে স্প্যানিশ এই কোচ বলেন, ‘আমরা অবশ্যই গোলের চেষ্টা করবো এবং আশা করি সুযোগও পাবো। শক্তি ও সামর্থ্য অনুযায়ী লড়াই করার চেষ্টা করবো আমরা। মাঠে প্রমাণ করতে চাই আমরা কেমন দল।’
বাংলাদেশের ফুটবলের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ইউটিউবে। ফুটবল অস্ট্রেলিয়া তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করবে।