বঙ্গনিউজবিডি ডেস্ক: আদি অশোক, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি ও উইল ও’রোর্ক- এই নামগুলো এর আগে কখনো শুনেছেন? এদের মধ্যে শুধুমাত্র ডাফি ৩টি ওয়ানডে খেলেছনে। বাকিদের মধ্যে ২৬ বছর বয়সী অলরাউন্ডার ক্লার্কসন এবং ২২ বছর বয়সী পেসার ও’রোর্ক এবারই প্রথম নিউজিল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন। আদি অশোক ওয়ানডেতে ডাক পেলেন প্রথমবার।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে জন্য ১৩ সদস্যের যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট, সেখানে বিশ্বকাপ খেলা মাত্র ৭জন খেলোয়াড়কে রাখা হয়েছে।
কেন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েদের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়া হয়েছে।
প্রতিপক্ষের এতগুলো নতুন ক্রিকেটার সম্পর্কে খুব ভালো ধারণা নেই বাংলাদেশ দলের। তাইতো তাদের ঘরোয়া ক্রিকেটের ভিডিও দেখে পরিকল্পনা সাজাচ্ছেন নাজমুল হোসেনরা। প্রথম ওয়ানডের ভেন্যু-শহর ড্যানেডিনে পৌঁছে অধিনায়ক নাজমুল বললেন, ‘আমরা তাদেরনবেশিরভাগ খেলোয়াড়কে চিনি।
কয়েকজন অবশ্য নতুন। আমাদের কাছে তাদের ফুটেজ আছে। মিটিংয়ে সেসব দেখছি। আশা করছি ভালো পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে পারব।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ১৭ ডিসেম্বর। ২০ ডিসেম্বর নেলসনে দ্বিতীয় ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।