বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বজুড়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, ছিলাম, আছি – থাকবো, প্রস্তুত সবাই হাসিমুখে যেতে যুদ্ধে – ক্যাট। ইভলিউশান-৩৬০ এর এই শ্লোগান নিয়ে ৬ নভেম্বর, তামাক-মাদক-সন্ত্রাস-জঙ্গি-দুর্নীতি বিরোধী প্রচার দিবস দেশ-বিদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব, ক্যাট – আধূনিক – সাস্ক এর প্রতিষ্ঠাকালীন সদস্য – খ্যাতিমান লেখক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি, প্রতিবারের মতো ক্যাট আয়োজিত, ‘৬ নভেম্বর : তামাক- মাদক- সন্ত্রাস – দুর্নীতি বিরোধী প্রচার দিবস’কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দিবসের ব্যাপক সফলতা কামনা করেছেন এবং জাতিসংঘ- হু পদকপ্রাপ্ত (৫ বার) সংগঠন আধূনিকের প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক এবং ব্রান্ড অ্যাম্বাসেডর ও ক্যাট সভাপতি আলী নিয়ামতকে ওই দিন নাগরিক সংবর্ধনা দেবার ব্যবস্থা করার জন্য সাউথ এশিয়ান টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।