দাউদকান্দি প্লাবন ভুমি মডেল পরিদর্শন করেন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশীদ
রিপোর্টার
আপডেট :
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
১৯০
বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : দাউদকান্দি প্লাবন ভুমি মডেল পরিদর্শন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর নাহিদ রশীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎসব প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মহা পরিচাল খন্দকার মাহাবুবুল হক। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিডি আব্দুস সাত্তার স্যার, ওমর ফারুক স্যার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী। শিসউক প্রধান নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোরশেদ, জেলা পরিশোধ সদস্য জনাবা জেবুন নেছা জেবু,অধ্যক্ষ মতিন সৈকত, আলহাজ্ব আলী আহমেদ মিয়াজী, ফজলু, মনির,জাহাঙ্গীর,হুমায়ুন,স্বপন সহ আরো চাষিরা উপস্থিত ছিলেন। এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয় দাউদকান্দ মৎস্য হিমাগার নির্মাণসহ দাউদকান্দিতে জাতীয় মৎস্য পদক এর কোঠা দেওয়ার জন্য আহ্বান করা হয়। এবং দাউদকান্দি প্লাবন মডেল অবকাঠামো নির্মাণসহ সকল কিছুর আশ্বস্ত করে মাননীয় সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয় সকলে আশ্বস্ত করেন এবং সহজ ব্যাংক লোনের ব্যবস্থা করার জন্য আহ্বান করেন সকল মৎস্য চাষী বৃন্দ পড়ে খিরাই মাংস চাষ প্রকল্পে মাছের পোনা অবমুক্ত করেন আজ সকাল ১০ ঘটিকায় সময়।