বঙ্গনিউজবিডি ডেস্ক: জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে আগের ম্যাচে হেরে যায় পাকিস্তান। শুক্রবার (২০ অক্টোবর) টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দলটি।
ঘুরে দাঁড়ানোর মিশনে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
এ ম্যাচে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। একাদশে জায়গা পেয়েছেন রহস্যময় স্পিনার উসামা মীর। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে অজিরা।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
পাকিস্তান একাদশ : ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।