বঙ্গনিউজবিডি ডেস্ক : জানতেন প্রশ্নটা তাঁকে শুনতেই হবে। এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না, তিনি নিজেও সেটা করেননি।
সঞ্জয় মাঞ্জরেকারের করা সেই প্রশ্নের জবাবে সাকিব মনে করিয়ে দিলেন ক্রিকেট কোনো অংশে যুদ্ধের থেকে কম নয়।
ম্যাচ শেষে সাকিব ম্যাথিউসের আউট নিয়ে বলেন, ‘আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বললো, যদি আমি এখন আপিল করি তাহলে সে আউট হয়ে যাবে। তারপরেই আমি আম্পায়ারকে আপিলের কথা জানাই। আম্পায়ার আমার কাছে জানতে চেয়েছিলেন, সত্যিকার অর্থেই আমি আউট চাচ্ছি নাকি সিদ্ধান্ত ফিরিয়ে নিতে চাচ্ছি।’
সাকিব আরও বলেন, ‘এটা যদি আইনে লেখা থাকে তাহলে আমি জানি না এটা সঠিক নাকি ভুল। আমরা একটা যুদ্ধে আছি, এখানে দলের ভালোটাই আমাকে আগে দেখতে হবে। সঠিক নাকি ভুল এটা নিয়ে বিতর্ক হতে পারে। যদি আইনে এটা বলা থাকে তাহলে ত আপিল করতে দোষ নেই।’