বঙ্গনিউজবিঢি ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এ বছর কেমন ছিল সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ঘনিষ্ঠ এবং ফলপ্রসূ কাজের সম্পর্ক আছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে। নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক তার কাছে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ২০২৩ সালে কূটনৈতিক ও অন্যান্য সম্পর্ককে কিভাবে পর্যালোচনা করবেন আপনি? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে কেমন সম্পর্ক ছিল? সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে ম্যাথিউ মিলার বলেন, আমি বলতে চাই যে, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ, ফলপ্রসূ কাজের সম্পর্ক বিদ্যামান। জয়শঙ্করকে আমরা কয়েক মাস আগে স্বাগত জানিয়েছিলাম। অবশ্য সেপ্টেম্বর থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দু’বার ভারত সফরে এসেছেন। এ বছরে ভারত সফর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আমাদের বড় একটি অংশীদার ভারত। তাদের সঙ্গে এই প্রশাসন অনেক সময় এবং মনোযোগ কেন্দ্রীভূত করায় কাজ করেছে। নতুন বছরে তা অব্যাহত থাকবে।
এ পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সহ বিশ্বে খুবই বিখ্যাত নেতা, মধ্যপ্রাচ্য, আরব দেশগুলো এবং অবশ্যই রাশিয়ার ক্ষেত্রেও। এই দুটি যুদ্ধের (ইউক্রেন, গাজা) ইতি ঘটাতে ভারত বা প্রধানমন্ত্রী মোদি আর কি করতে পারেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ দুটি বিষয়ে ভারতের গঠনমূলকভাবে যুক্ত হওয়াকে আমরা স্বাগত জানাবো।
বিশ্বের অন্য দেশগুলোর গঠনমূলক যুক্ত হওয়াকেও আমরা স্বাগত জানাবো।