বঙ্গনিউজবিডি ডেস্ক : শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এবার উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস।অভিযোগের সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (১১ ফেব্রুয়ারি) সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার হাতে বিভাগের সামনে অবস্থান নেন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অধ্যাপক নাদির জুনাইদকে বয়কট করে পোস্টারিং করেন। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয় হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযুক্ত নাদির জুনাইদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ও তার শাস্তির দাবি জানান।এরপর তারা বিভাগের চেয়ারম্যানের অফিস কক্ষের সামনে অবস্থান নেন।
বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান।দাবিগুলো হলো, অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে, যৌন নিপীড়ককে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে, তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অভিযুক্ত শিক্ষককে বিরত রাখতে হবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ বলেন, এ ব্যাপারে সবসময়ই আমরা জিরো টলারেন্স।অভিযোগ পেয়েছি, সেগুলো উপাচার্য স্যারের কাছে পেশ করা হবে। এ বিষয়ে তিনি যেন জরুরি পদক্ষেপ গ্রহণ করেন, সেই অনুরোধ করব।
গত শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন বিভাগের এক নারী শিক্ষার্থী।ওই শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।