জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা মানুষকে সম্মান দিতে পারেননি বলেই তিনি গণশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। ছাত্র-জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশের কারিগর হলেন এই শিক্ষক ও ছাত্ররা। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষ্মীপুর জেলা শাখার তৃতীয় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, তিনি বেগম খালেদা জিয়া ও ড. মোহাম্মদ ইউনুসকে সম্মান দিতে পারেননি। তিনি মিথ্যা মামলা দিয়ে তাঁদের সাজা দিয়েছেন। যার কারণে তিনি বাধ্য হয়ে এ দেশ থেকে পালিয়ে গেছেন।
বিএমজিটিএ সম্মেলনের উদ্বোধক ছিলেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম আবদুল্লাহ ও ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম শামীম।
বিএমজিটিএ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স¤্রাট খীসা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ ও বিশেষ আলোচক ছিলেন, মহাসচিব ফিরোজ আলম।
এসময় বিএমজিটিএ নেতারা মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা, শূন্যপদে ইনডেক্সধারী সব শিক্ষকের বদলি ব্যবস্থা চালু করা, সহকারী শিক্ষকদের দ্রুত অষ্টম গ্রেড বাস্তবায়ন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান, ১৬ বছরে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে জেনারেল শিক্ষকদের সুযোগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান, মাদ্রাসার সব স্তরের শিক্ষকদের জন্য স্তর এবং পদমর্যাদা অনুযায়ী সরকারি নিয়মে গৃহঋণ পাওয়ার অধিকার নিশ্চিত, চাকরিকাল শেষ হওয়ার ছয় মাসের মধ্যেই অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়া নিশ্চিত এবং মাদ্রাসার প্রশাসনিক অন্তত একটি পদে জেনারেল শিক্ষকদের সুযোগ দেওয়াসহ তাদের ৯ দফা দাবি তুলে ধরেন।