বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ৩১ শে ডিসেম্বর দিবা কত রাত বছরের শেষ রাত, এই রাতে পশ্চিমে বিশ্বের দেশগুলোতে নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব করে থাকে। সেখানে তারা ডিজে পার্টি, কনসার্ট, নাচ গান, নারী-পুরুষ একত্রে মদ পান করে মাতাল হয়ে আনন্দ উল্লাস করে থাকে। এছাড়া আরো অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়। এতে তারা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে। তাদের এই উৎসব পালনের সাথে ইসলামের ন্যূনতম কোন সম্পর্ক নেই। কোরআনে আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধান। এতে জীবনের সর্ব ক্ষেত্রে করনীয় ও বর্জনীয় বিস্তারিত বিবরণ রয়েছে।
ইসলামের সুমহান আদর্শ হলো সকল ক্ষেত্রে আল্লাহ তায়ালার আদেশ রসুল সা এর আদর্শ মোতাবেক করতে হবে।
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানী:যে বা যারা যাদের সাদৃশ্য অথবা সংস্কৃতি পালন করবে সে তাদেরই দলভূক্ত হবে।
লেখক: হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী।
খতীব, আল হেরা জামে মসজিদ, পূর্ব শেখদি, যাত্রাবাড়ী, ঢাকা।