1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধায় চতুর্থ শ্রেনীর ছা‌ত্রের হার্টে ছিদ্র, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা দাগনভূঞাতে শিশু শিক্ষার্থীর গর্ভে যে আরেক শিশু অনাগত প্রিয় পাঠক যদি অপরাধের প্রতিবাদ করতে না পারেন,তবে ঘৃনা করুন———। গৌরনদীতে প্রতিবন্ধী ব্যাক্তিদের অধীকার ও জীবন মান উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সুস্থ জাতি গড়তে খেলাধুলা অন্যতম মাধ্যম : আমিনুল হক সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল রমজানের হাফেজ নিয়োগ নারী-পুরুষের সমান অংশগ্রহণ সমাজের সার্বিক অগ্রগতির জন্য জরুরি —— বেনজির টিটো ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ ও সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) উপ-পরিচালকের মতবিনিময় দাউদকান্দিতে গোল্ডেন ফিউচার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন

গাইবান্ধায় চতুর্থ শ্রেনীর ছা‌ত্রের হার্টে ছিদ্র, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

 

সাংবাদিক মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপু‌রে অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত ৪র্থ শ্রেনীর ছাত্রের চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যু প্রহর গুনছে ১৪ বছরের শিশু তা‌সি‌ন।

শিশুটি উপজেলার ১১নং খোদ্দ‌কোমরপুর ইউনিয়নের বড়‌গোপালপুর গ্রামের ভ‌্যানচালক বাবা হিরু মিয়া ও মা লাইজু বেগমের ছেলে। তার চিকিৎসায় আট লাখ টাকার প্রয়োজন। কিন্তু পরিবার অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ায় তাদের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

জানা যায়, ঢাকা জাতীয় হৃদ‌রোগ ইন্স‌টি‌টউি‌ট হাসপাতালের চি‌কিৎসক শিশুটির হার্টে জন্মগত ছিদ্র রয়েছে বলে জানান। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন।

স্থানীয়রা জানান, সময় যাচ্ছে এবং হার্টের ছিদ্র আকারে বড় হচ্ছে। তাই দ্রুত অপারেশন না করালে ধীরে ধীরে শিশুটি নিস্তেজ হয়ে মৃত্যু কোলে ঢলে পড়বেন। এ অপারেশনের জন্য ৮ লাখ টাকা প্রয়োজন হবে। তা‌সিনের দরিদ্র বাবা হিরু মিয়ার পক্ষে কোনো ক্রমেই এতোগুলো টাকা জোগাড় করে ছেলের অপারেশন করানো সম্ভব নয়। তাই তার বাবা-মা ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।
তা‌সিনের বাবা বলেন, চোখের সামনে ছেলের কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না। নিয়মিত ওষুধ না খাওয়ালেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে শরীর নীল হয়ে যায়। সারা রাত একটুকুও ঘুমায় না। কিছু খেতে চায় না। ডাক্তার বলছে তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। অপারেশন করতে আট লাখ টাকা লাগবে।

স্থানীয় ইউ‌পি সদস‌্য মোখলেছ মিয়া ব‌লেন, শিশুটির পরিবার একেবারেই গরিব। তাদের কোনো জমিজমা নেই। আট লাখ টাকা খরচ করে তাদের পক্ষে অপারেশন করা সম্ভব নয়।

প্রতি‌বে‌শি রুনু বেগম বলেন, শিশুটি আমার প্রতি‌বে‌শি। তার বাবা ভ‌্যান চা‌লি‌য়ে সংসার চালান। ছে‌লের হার্টের অপারেশন করতে আট/নয় লাখ টাকা লাগবে এত টাকা যোগার করা তা‌দের প‌ক্ষে সম্ভব নয়।

প্রতি‌বে‌শি খাজা মিয়া ব‌লেন, সরকারসহ বিত্তবানরা ও সমাজের সচ্ছল, স্ব হৃদয়বান ব্যক্তিদের যদি এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় তবে তার জীবনটা বেঁচে যেত। সরকারের কাছে দাবি থাকবে এই অসহায় শিশুটির পাশে যেন দাঁড়ায়।

শিশু‌টির দাদী আয়শা বেওয়া ব‌লেন, সমাজের সচ্ছল, স্ব হৃদয়বান ব্যক্তিদের সহোযোগিতায়ই হতে পারে শিশু তা‌সিনের চিকিৎসা।যদি কেউ তা‌সিনের চিকিৎসা সাহায্যে এগিয়ে আসেন, দয়া করে নিচে উল্লেখ্য মোবাইল নম্বরে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিকাশ মোবাইল ফোন নং 01315104785/ 01560009785

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com