বঙ্গনিউজবিডি ডেস্ক : বিল পরিশোধ করতে না পারায় চিকিৎসাধীন দুই যমজ শিশুকে থেকে বের করে দেওয়ার পর রাস্তায় একজনের মৃত্যুর ঘটনায় রাজধানীর শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালের মালিক গোলাম সারওয়ারকে আটক করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, শুক্রবার গোলাম সারওয়ারকে আটক করা হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় এনআইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুর একজনের মৃত্যু হয়। মারা যাওয়া ছয় মাসের শিশুটির নাম আহমেদ। আরেক শিশু আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশু দুটির মা আয়েশা বেগম জানান, ঠান্ডা ও জ্বরের কারণে তার যমজ সন্তান আব্দুল্লাহ ও আহমেদকে গত ৩১ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। কোনো উন্নতি না হওয়ায় ২ জানুয়ারি সেখান অ্যাম্বুলেন্সে করে সাভার বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা হন। এ সময় অ্যাম্বুলেন্স চালক তাকে বলেন- শিশু দুটি তো খুবই অসুস্থ, সামনে একটা ক্লিনিক আছে সেখানে নিয়ে যান। কম খরচে সেখানে চিকিৎসা পাওয়া যাবে। তার কথা মতো শিশু দুটিকে নিয়ে যান ‘আমার বাংলাদেশ হসপিটালে’। সেখানে শিশুদের চিকিৎসা চলতে থাকে।
আয়েশা বেগম জানান, তিন দিন পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিল দেখায় এক লাখ ২৬ হাজার টাকা। ওই টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে এত টাকা কোথা থেকে দেব বললে তারা দুর্ব্যবহার করে।
তিনি বলেন, এর একদিন পরই বলে দেড় লাখ টাকা বিল হয়েছে। পরে তিনি ৪০ হাজার টাকা তাদের বিল পরিশোধ করেন। বৃহস্পতিবার তারা পুরো বিল দেওয়ার জন্য আবার চাপ দিতে থাকে। একপর্যায়ে শিশু দুটিকে হাসপাতাল থেকে বের করে দেয়। যমজ দুই শিশুকে একটি অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল নেওয়ার পথে আহমেদ রাস্তায় মারা যায়।